বরগুনায় প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ধর্ষিতার কান্না আর ধর্ষকের উল্লাস, বরগুনা পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সৌদি প্রবাসী নাজমুল জোমাদ্দার এর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী পরিবার।


ওই ইউনিয়নের আবাসনে দীর্ঘদিন যাবত বসবাস করতেন এক গৃহকর্মী , বিবাহের প্রলবনে দেখিয়ে ওই গৃহকর্মীকে প্রায়ই প্রবাসী নাজমুল জোমাদ্দার ধর্ষণ করতেন। গত ১৬ ই মার্চ রাতে এলাকার জনতার হাতে ধরা পড়েন ধর্ষক প্রবাসী নাজমুল জমাদ্দার।
বিষয়টা নিয়ে এলাকা চাঞ্চল্যকর সৃষ্টি হলে, রাহানপুর ইউনিয়ন বি,এনপির আহবায়ক মোহাম্মদ আবুল কালাম এর বিরুদ্ধে অর্থ লেনদেনের বিষয় একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালায়। উপস্থিতি জনতার দাবি, মোহাম্মদ আবুল কালাম এ ঘটনার সাথে তার কোন সম্পৃক্ত নেই, একটি রাজনৈতিক মহল দল ও তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা অপপ্রচার চালায়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, আমি দীর্ঘ ১৭ বছর হামলা, মামলায় ও নির্যাতনে শিকার হয়েছি। রায়হানপুর ইউনিয়নে বিএনপির সভাপতি দায়িত্ব পালন করে আসছি সুনামের সাথে,আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি রাজনৈতিক মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে এই ধর্ষণের বিচার আমি দাবি করছি। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, থানায় ধর্ষণ মামলা হয়েছে, ধর্ষককে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বরগুনা
- ধর্ষণ মামলা
এ সম্পর্কিত আরও পড়ুন

আপনার মতামত লিখুন: